অনেকেই শুধুমাত্র বিশেষ কোন সফটয়্যার চালানর জন্য ডুয়েলবুটে

১১:৩২ PM
অনেকেই শুধুমাত্র বিশেষ কোন সফটয়্যার চালানর জন্য ডুয়েলবুটে উইন্ডোজ চালান, অথবা ওয়াইন নামক জিনিসটা দিয়ে সেই সফটয়্যার টা ইন্সটল করার চেষ্টা আসলে ব্যার্থ চেষ্টা করে থাকেন।
আপনার র‍্যাম যোদি ২জিবির উপরে (৪জিবি হলে ভালো) হয়, তাহলে ভার্চুয়ালবক্সে আপনি একটা স্বয়ং উইন্ডোজ সেটাপ দিতে পারবেন, যেখানে আপনি আপনার ইচ্ছেমত সফট্যার (উইন্ডোজ সফটয়্যার) ইন্সটল করতে পারবেন।
পিসি থেকে উইন্ডোজ সরায় নিলে পিসি ভাইরাস ফ্রি হয়ে গেল, এবং শুধু মাত্র ভার্চুয়াল বক্সের ভার্চুয়াল ড্রাইভেই সেই ভাইরাস টা সীমাবদ্ধ থাকে যাবে।
কিছুদিন আগে একটা ওএস এর নাম শুনলাম, (robo linux)। তারা যে কাজ টি করেছে, ডেবিয়ান বেজড করে একটা ওএস তৈরী করে তাতে ভার্চুয়ালবক্সে উইন্ডোজ এক্সপি ও সেভেন কনফিগার করে ফুললি উইন্ডোজ কম্পিটেবল লিনাক্স তৈরী করে ফেলেছে। এবং তারা ফোর্সলি ১০ডলার ডেনেশন নিচ্ছে আইএসও ডাউনলোড করার জন্য।
আপনি যোদি একটু কষ্ট করে ভার্চুয়াল বক্স নিজে ইন্সটল করে এক্সপি বা সেভেন বা এইট বা টেন সেটাপ দিয়ে নেন তাহলে আপনার টা ফুললি উইন্ডোজ কম্পিটেবল লিনাক্স হয়ে যাবে (রোবোলিনাক্সের ভাস্য মতে tongue emoticon )
জাস্টঃঃ sudo apt-get install virtualbox
মনে রাখবেন, ভার্চুয়ালবক্স সেটাপ করার সময় গেস্ট ওএস এর র‍্যাম সর্বদা আপনার মুল র‍্যামের চেয়ে অর্ধেক রাখবেন।
শেষে আসে এটাই বলব, কেও যোদি জিজ্ঞাসা করতে চান, "how can i install windows xp in virtual box" তাহলে আমার সাজেশন থাকবে, গুগলে উক্ত বাক্যটি লিখে ইন্টার প্রেস করুন।
ধন্যবাদ

Share this :

First
0 Komentar

Penulisan markup di komentar
  • Silakan tinggalkan komentar sesuai topik. Komentar yang menyertakan link aktif, iklan, atau sejenisnya akan dihapus.
  • Untuk menyisipkan kode gunakan <i rel="code"> kode yang akan disisipkan </i>
  • Untuk menyisipkan kode panjang gunakan <i rel="pre"> kode yang akan disisipkan </i>
  • Untuk menyisipkan quote gunakan <i rel="quote"> catatan anda </i>
  • Untuk menyisipkan gambar gunakan <i rel="image"> URL gambar </i>
  • Untuk menyisipkan video gunakan [iframe] URL embed video [/iframe]
  • Kemudian parse kode tersebut pada kotak di bawah ini
  • © 2015 Simple SEO ✔